আমি কোথা যাব বল

আমি কোথা যাব বল কি করিব, কে আনিয়া দিবে মম প্রাণ ধন। যদি না পাইব জলে ঝাম্প দিব, তথা তালাসিব ত্যাজিয়ে জীবন। তালাসী গহিনে না পেলে অধীনে, বন বৃন্দাবনে করব অন্বেষণ। স্বর্গে বা পাতালে ঝাড়ে বা জঙ্গলে, নতু পুষ্প ডালে করিব গমন। ছালাম অবলা পেলে সেই কালা, খেলিব প্রেমের খেলা মিশিয়ে দু’জন। লেখক: আবদুস সালাম […]

আমি কোথা যাব বল কি করিব,
কে আনিয়া দিবে মম প্রাণ ধন।

যদি না পাইব জলে ঝাম্প দিব,
তথা তালাসিব ত্যাজিয়ে জীবন।

তালাসী গহিনে না পেলে অধীনে,
বন বৃন্দাবনে করব অন্বেষণ।

স্বর্গে বা পাতালে ঝাড়ে বা জঙ্গলে,
নতু পুষ্প ডালে করিব গমন।

ছালাম অবলা পেলে সেই কালা,
খেলিব প্রেমের খেলা মিশিয়ে দু’জন।

লেখক: আবদুস সালাম ভূজপুরী

error:

আমি কোথা যাব বল