আমি কেবল শ্যামের দিওয়ানা, আমি কেবল শ্যামের দিওয়ানা।
শ্যাম বিনে দু’কূলে মনে কারে চাহে না।। (ধুয়া)
সে শ্যামের রূপ, সর্বময় যদি না থাকিত কার রূপ।
কোন কালে আঁখি তুলে না করিতেম দর্শনা।।
কুরঙ্গ নয়ন, যদি না হৈত শ্যাম নয়ন বরণ।
কুরঙ্গ দর্শনে বনে না করিতেম ভ্রমণা।।
রঙ্গ রূপ ঘ্রাণ, যদি না থাকিত পুস্পে না যেতেম উদ্যান।
পুস্পের সৌরভে কভু হরষিত হৈতেমনা।।
যদি পিকরবে, শ্যামের বচন অংশ না থাকিত ভবে।
কর্ণ পেতে তাঁর রব না করিতেম শ্রবণা।।
তিনি সর্বময়, যদি না থাকিত এই পৃথিবী আলয়।
কোন দ্রব্যে কভু না করিতেম স্পর্শনা।।
খাদ্য কিবা সুরা, যদি না হৈত গুণে রস ভরা।
কোন দ্রব্য না গ্রহীত ভবে মম রসনা।।
বলয়ে মকবুলে, শ্যাম বন্ধেরে না পাইবে অন্যকে দর্শিলে।
একা মনে কর শুধু মাওলানার ভজনা।।