মাইজভান্ডারী কালামআজ নিশি অপরূপ আজ নিশি অপরূপ; দেখলাম প্রিয়ার, জামালে ইউসুফ।। নিশিকালে এসে গোপনে, নয়নঠারে প্রাণ হরিয়া, লুকাইল কেনে। আমারে অনাথ করে, কোথায় গেল চুপে চুপ।। নানান ছলে করি সুধা দান। করিমেরে মজাইল মদন সন্ধান। কোথায় গেলে পাব প্রিয়ার, মোহন মুরতি রূপ।। লেখক : বজলুল করিম মন্দাকিনী Amiry official1862025-09-07বজলুল করিম মন্দাকিনীআজ নিশি অপরূপ; দেখলাম প্রিয়ার, জামালে ইউসুফ।।নিশিকালে এসে গোপনে, নয়নঠারে প্রাণ হরিয়া, লুকাইল কেনে। আমারে অনাথ করে, কোথায় গেল চুপে চুপ।।নানান ছলে করি সুধা দান। করিমেরে মজাইল মদন সন্ধান। কোথায় গেলে পাব প্রিয়ার, মোহন মুরতি রূপ।।লেখক : বজলুল করিম মন্দাকিনী