আবদুল হাদী কাঞ্চনপুরী

জামালে গাউসুল আজম কো দেখাহ্ , হার এক শায়মে ঝলওয়া কুনা হায় ,
জিধারকো মাইনে নজর ...
হেলিওনা ঢলিওনা, থাকিও সাবধানে
প্রেমতরণী-বাঁধা আছে, গাউছের চরণে ।। নূহ নবী কিস্তি যেন, গাউছ ধনের চরন ...
ওহে! প্রাণের সার, কি দিয়া ভজিব চরণ আপনার
শুনরে প্রাণের ধন অধীনের নিবেদন,
দাসের মুণ্ড বলি দেব ...
প্রিয়া বিনে দোষে দোষী করি কাঁদাইলেন আমায়,
ক্ষমা কর অপরাধ পড়ি তোমার পায়। হারাইয়ে সুখ প্রাণ ...
আমি কি পাব তাঁহারে আমি কি পাব তাঁহারে।
সদা মন প্রাণে ভালবাসি যাঁহারে। যাঁর প্রেমের কলঙ্ক ...
সাবধানে পাগল মন, খেলরে পাষান।
মওলাজির পাষান খেলা - হালকার ময়দান।। তাতে আছে হারজিত-খেলরে মন সচকিত
জয় ...
লহ লহ প্রাণপতি তীক্ষ্ণ খড়গ নিজ হাতে,
বিচ্ছেদ জ্বালা সইতে নারি এলাম এবার প্রাণ ত্যাজিতে। যে ...
দেখ দেখ তাপি মন বঁধু খেলে তোর সনে,
দিছে প্রেমের খেল বসি হৃদের আসনে। ঘুরাই ঘুরাই ...
মজেছি তোমারি প্রেমে স্বর্গ সুখ চাহিনা ।
কি করিব স্বর্গ সুখে তোর ভাবেতে দিওয়ানা বালাখানা হুর ...
আমার প্রাণ ভোমরা আয় গো হৃদ বাগানে আয়।
প্রেমাধিনীর হৃদ কমলে মধু ভেসে যায় । যতনে ...
প্রেম কি অমূল্য ধন,
সহজে কি চিনে তারে ওরে অবোধ মন
প্রেমেতে মজিয়ে কত হারাইছে জীবন ধন ...
(প্রিয়ে) নিশি শেষে একবার এসে প্রেম খেল মোর কুঞ্জবনে,
দুঃখী প্রাণে বৃন্দাবনে, প্রেম খেলিব কাহার সনে ...
শুন ধন গাউছ বাবা আর কত কাঁদাইবা রে,
নির্দোষীরে বিচ্ছেদবাণে আর কত বধিবা রে। একেত সরলা ...
পায় পড়ি মিনতি করি হে প্রাণ তোমায়
গাউছ ধন তোমায় নিতে পাঠাইয়াছেন রায়॥ পায়ে ...
আয় দিলবরে দিলদার পেয়ারে গাউছে মাইজভাণ্ডার
মালেকে মলকুত পেয়ারে গাউছে মাইজভাণ্ডার ॥ নূরে রূহী ছিররে ওয়াহাদত ...
error:
amiry official writer

আবদুল হাদী কাঞ্চনপুরী

মাওলানা সৈয়দ আবদুল হাদী কাঞ্চনপুরী ১৮৭০ সালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার অন্তর্গত কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
তার মোট গানের সংখ্যা ৯৪ টি (রত্নসাগর বই মোতাবেক)। তিনি ১৯০৫ সালের ২০ আগস্ট মাত্র ৩৫ বছর বয়সে ওফাত হন।

প্রকাশিত গানের সংখ্যা ৬১ টি

শেয়ার করুন

আবদুল হাদী কাঞ্চনপুরী