পটিয়াতে কালোসোনা মেলা বসাইছে,
নূরে মওলা ইসলামের ঢংকা বাজাইছে,
লাখো লাখো ভক্ত গনের ভিড় জমাইছে,
আল্লাহু আল্লাহু বলে জিকির চলতেছে।
খোদার দোস্ত রাসূল আল্লাহর পিয়ারা অলি তিনি,
যাহার নূরের আলোকে তে দুনিয়া রওশনি ।
আমি যাবো যাবো আমির ভান্ডারে,
নূরের আলো জ্বালাইছে ॥
কেহ চাই টাকা পয়সা কেহ চায় সন্তান,
সবার আশা পুরায় বাবা বড়ই মেহেরবান ।
আমি যাবো যাবো আমির ভান্ডারে,
নূরের আলো জ্বালাইছে ॥
খাস নিয়তে আমির ভান্ডার যাবে যেইজনা
রহমত করিবে তারে রহিম রাব্বানা ।
আমি যাবো যাবো আমির ভান্ডারে,
নূরের আলো জ্বালাইছে ॥
আমির ভান্ডারে যাই করে যে সাওয়ালী,
সবার আশা পূরায় বাবা কেউরে না দেয় খালি ।
আমি যাবো যাবো আমির ভান্ডারে,
নূরের আলো জ্বালাইছে ॥