home elementor

কি বলিব আমি মহিমা তোমার
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
মহিমা তোমার অসীম অপার
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ॥ বহু শতবার পুলছেরাত পার
কেমন করে …
প্রাণের প্রাণরে কেমনে পাইব তোমারে ।
বিরহ যাতনা মনে সদা হুঙ্কারে ॥ যত পাইতেছি দুঃখ, না হেরিয়ে …
ভরসা তোমার কেবল ভরসা তোমার
মক্‌সুদ পুরাও, তুমি নাপাক বান্দার ॥ আশায় বান্ধিয়া বুক, জুড়াই যাতনা দুঃখ
তোমার …
বাবা তোর ধরি দু’চরণ, বাবা তোর ধরি দু’চরণ,
গুণা করিয়াছি কর ক্ষমা বিতরণ। ভুল ভ্রান্তি গুণা দিয়ে …
কেঁদে কেঁদে প্রিয়ার কাছে যোগী হয়ে এসেছি,
কলঙ্কের হার গলে পরে তবে তোমায় পেয়েছি। প্রেমানলে জ্বলেরে, সদা …
বন্ধু মোর চিকন কারিগর, বন্ধু মোর চিকন কারিগর।
চারি চিজে বান্ধিয়াছে দশ দুয়ারী ঘর।। দুই স্তম্ভ করি …
এ সংসারে কে আছে আর এমন দয়াবান
দুই কুলের সুলতান ভাণ্ডারী দুই কুলের সুলতান ॥ ক্ষণে থাকে …
ভক্তের আশা পূর্ণ কর শাহ আমির ছোবহানী
তোর কদমে যার নাম লেখা তারে দিলা রাজধানী॥
শাহ আমির ছোবহানী …
আমি যদি ফকির হইতাম
না থাকিত ঘরবাড়ি
রাস্তায় রাস্তায় ঘুরিতাম
গাউছুল আজম নাম ধরি ॥ হাতে তসবি গলায় মালা
সঙ্গে …
মওলানা রূপেরি বাহার।(২)
ভুবন মোহন রূপ- দেখতে চমৎকার ॥ মুখ যেন পূর্ণ শশি-
সদায় তাতে মধুর হাসি।
নয়ন ঠারে …
কাষ্ঠের উপর চামড়া দিয়া
কে বানাইল ঢোল
সেই ঢোলেরে কে শিখাইল
আল্লাহ্ আল্লাহ্ বোল ॥ আশেক নাচে ঢোলের তালে
রূপনগরে …
আল্লাহ্ আল্লাহ্ নবী কা ঘরানা
ইয়ে ঘরানা ওয়ারা-উল-ওয়ারা হ্যায়
ইস মে হাসনাইন হ্যায় সৈয়্যদা হ্যায়
ইস ঘরানে মে মুশকিল …
দমে দমে জপরে মন গাউছে মাইজভাণ্ডার ।
গাউছে মাইজভাণ্ডার রে আউলিয়া মাইজভাণ্ডার।।

ভব-নদী পার হইতে বন্ধু নাইরে আর।
গাউছে …
হামারে হাদী হামারে রাহবার,
আমির ভাণ্ডার আমির ভাণ্ডার ৷
হে আপ মাহবুবে রব্বে আকবার,
আমির ভাণ্ডার আমির ভাণ্ডার ॥ …
দয়াল মুর্শিদ যাহার অন্তরে
তারে কি আর যমে নিতে পারে
যে হইয়াছে গুরুর অধীন যমে দেখলে ভয় করে, …

home elementor