হায়রে মুর্শিদ ভাণ্ডারী

হায়রে মুর্শিদ ভাণ্ডারী, আমার মাশুক ভাণ্ডারী।ত্রিজগত পাগল কৈরা নাচায় ভাণ্ডারী।। চক্ষে যদি পলক মারে, ভূমিকম্প হয় সংসারে,জগত কাঁপে নামের জোরে, থর থর করি।। খুলিয়া কুদরুতি তালা, মজনু হালে করে খেলা,দেখিয়া লও প্রেমের কালা গাউস ভাণ্ডারী।। ঘর ঘর জনে জনে, শহর বন্দর নগর বনে,পশু পক্ষী শিশুগণে, গায়রে ভাণ্ডারী।। গাউস বাবার শ্রীচরণে, ভক্তি দিল যেই জনে,মুক্ত হৈল […]

হায়রে মুর্শিদ ভাণ্ডারী, আমার মাশুক ভাণ্ডারী।
ত্রিজগত পাগল কৈরা নাচায় ভাণ্ডারী।।

চক্ষে যদি পলক মারে, ভূমিকম্প হয় সংসারে,
জগত কাঁপে নামের জোরে, থর থর করি।।

খুলিয়া কুদরুতি তালা, মজনু হালে করে খেলা,
দেখিয়া লও প্রেমের কালা গাউস ভাণ্ডারী।।

ঘর ঘর জনে জনে, শহর বন্দর নগর বনে,
পশু পক্ষী শিশুগণে, গায়রে ভাণ্ডারী।।

গাউস বাবার শ্রীচরণে, ভক্তি দিল যেই জনে,
মুক্ত হৈল যোগ সাধনে, চিন কাণ্ডারী।।

দেখা দিল কলির কাল, নাচে গায় বাজে তাল,
পাইল নবীর খাশ মহাল প্রেমের ভাণ্ডারী।।

আল্লা রসূল কেমন ধন, ভবে না চিনিলি মন,
কবে কোথায় করবি সাধন শমন হৈল জারি।।

গিলবদারী হৈয়া যাই, জফ্ দিবার খরচ নাই,
কিসে বল রক্ষা পাই, ত্বরাও ভাণ্ডারী।।

আকাশে পাতিয়া কান, শোনরে মুর্শিদী গান,
আবদুল্লারে প্রেম দান কর ভাণ্ডারী

লেখক: মাওলানা আব্দুল্লাহ্ বাঞ্ছারামপুরী

হায়রে মুর্শিদ ভাণ্ডারী