হায়রে দয়াল মাইজভাণ্ডারী, হায়রে দয়াল জগৎ পতি।
সংসার ত্বরায়ে নিলা, এ দাসের হল কোন গতি।
দর্শনাশে ডাকিয়ে নিলে, জন্মাবধি ভ্রমাইলে।
প্রেমাদরে কৈ তুষিলে, এই কি তোমার প্রেমের নীতি ।।
ভৃত্যে যত পাপ করে, মনিবে তা মাফ করে।
কোরাণে পুরাণে দেখি, করুণা শাস্ত্রের রীতি ।।
খাদ্যাদি পৈড়ন সাজ, তোমারি কর্তব্য কাজ।
তদাভাবে তুমি দায়ী, তাতে আমার নাইগো ক্ষতি ।।
লাগায়ে সংসারের বেড়ী, হর্ষে র’লে দৃশ্য হেরি।
অবসর দিলেনা টুকু, করিতে তোমারি স্তুতি ।।
এইভাবে থাকিয়ে আমি, হইলে নরক গামী।
জান কি হাশরে হবে, পাক নামের কলঙ্ক অতি ।।
কর বা না কর দয়া, চাহিনে অন্যের ছায়া।
গাহিব হাশর ধামে, তোর প্রেমের ঘোষণা গীতি ।।
ত্রাণকর্তা নাম ধর, জগৎ উদ্ধার কর।
করিমরে উদ্ধারিলে, কি তোমার সম্ভ্রমের ক্ষতি ।।