সেব মাওলানার চরণ

সেব মাওলানার চরণ, সেব মাওলানার চরণ।সে চরণ সেবি পায়ে প্রভু দরশন।। ত্রিজগৎ যেন তন, সেই মাত্র প্রাণধন।তাঁন রূপারুণ জ্যোতে ভুবন রোশন।। তিনি জগতের সারা, ত্রিভুবন নেত্র তারা।ব্যক্তে আঁকার তাঁন, প্রভুর দর্পণ।। আস্তানা শরীফ তাঁন, নিরাঞ্জন কাবা হেন।ভবে তাঁহান আসন আর্শর তুলন।। তাঁন আস্তানার ধূল, ভবে নাই যার মূল্য।হৃদ অন্ধজন লাগি নয়নেরাঞ্জন।। রসিকে রসিক চিনে, কে […]

সেব মাওলানার চরণ, সেব মাওলানার চরণ।
সে চরণ সেবি পায়ে প্রভু দরশন।।

ত্রিজগৎ যেন তন, সেই মাত্র প্রাণধন।
তাঁন রূপারুণ জ্যোতে ভুবন রোশন।।

তিনি জগতের সারা, ত্রিভুবন নেত্র তারা।
ব্যক্তে আঁকার তাঁন, প্রভুর দর্পণ।।

আস্তানা শরীফ তাঁন, নিরাঞ্জন কাবা হেন।
ভবে তাঁহান আসন আর্শর তুলন।।

তাঁন আস্তানার ধূল, ভবে নাই যার মূল্য।
হৃদ অন্ধজন লাগি নয়নেরাঞ্জন।।

রসিকে রসিক চিনে, কে চিনিতে পারে তাঁনে।
কেহ না চিনয়ে তাঁনে চিনে দু’নয়ন।।

তিনি কি রসিক জন, কি করিব সে বর্ণন।
নিরাঞ্জন মর্ম তিনি জানে নিরাঞ্জন।।

ভবোদ্যানে সেই ধন, সুসৌরভে পুস্প হেন।
সে পুস্পে মকবুল যেন ভ্রমর ভ্রমণ।।

লেখক : আবদুল গণি কাঞ্চনপুরী

সেব মাওলানার চরণ