সুখ নাই শান্তি নাই মোর মনে

সুখ নাই , শান্তি নাই মোর মনে, দিবা নিশি জ্বলে আগুন, আমির ধনের কারণে রে, আমার সুখ নাই মোর মনে ॥

সুখ নাই , শান্তি নাই মোর মনে
দিবা নিশি জ্বলে আগুন
আমির ধনের কারণে রে
আমার সুখ নাই মোর মনে ॥

ফুল তুলিতে গিয়েছিলাম রে
অ – মন কালার বৃন্দাবনে
কাল সাপে দংশিল মোরে
বিষে অঙ্গ জ্বলে রে
আমার সুখ নাই মোর মনে ॥

ঝারিলে বিষ নাহি নামে
অ – মন ওঝা নাহি মানে
আমির বাবা বিনে ঐ বিষ
কে নামাইতে পারে রে
আমার সুখ নাই মোর মনে ॥

আমাবস্যা নিশিকালে
আমার আমির ধন আইলে ঘরে
আদর করি দিতাম বৈঠক ,
সোহাগ করি দিতাম বৈঠক
কলিজার উপরে রে
আমার সুখ নাই মোর মনে ॥

সুখ নাই শান্তি নাই মোর মনে