সার বুঝেছি তুমি বিনে

সার বুঝেছি তুমি বিনে আমার আর কেহ নাই আপনা।ইছমে আজম গাউছুল আজম আমার বাবা মাওলানা ।। ললাটে বিধাতার লিখা, খণ্ডাইতে পার সখা।জীবনে না দিলে দেখা আর ত দেখা হবে না ।। আসতে দেখা যেতে দেখা, এই দুইদিনে সে তোমার লেখা।মধ্যযুগে দিলে দেখা আমার ভাগ্যের ঘটনা ।। রাখ মার যাহা কর সবই তোমার এক্তেয়ার ।রাখিলে রাখিতে […]

সার বুঝেছি তুমি বিনে আমার আর কেহ নাই আপনা।
ইছমে আজম গাউছুল আজম আমার বাবা মাওলানা ।।

ললাটে বিধাতার লিখা, খণ্ডাইতে পার সখা।
জীবনে না দিলে দেখা আর ত দেখা হবে না ।।

আসতে দেখা যেতে দেখা, এই দুইদিনে সে তোমার লেখা।
মধ্যযুগে দিলে দেখা আমার ভাগ্যের ঘটনা ।।

রাখ মার যাহা কর সবই তোমার এক্তেয়ার ।
রাখিলে রাখিতে পার মারিলে কে করে মানা ।।

লেখক: কবিয়াল রমেশ শীল

সার বুঝেছি তুমি বিনে