সঙ্গি তালাশ কররে মন ভাঙ্গা যায়রে হাট বাজার,
অসার সংসার মাঝে গুরুর নামটি কর সার।।
আলিমুল গায়েব খোদা, রাখিয়াছেন বেদ পূশিদা,
কৈরা দেখ মোশাহেদা, মুর্শিদের হয় দিদার।।
সাতার দিয়া প্রেম সাগরে, রাস্তা ধর মাশুক পুরে,
আর ঘুইরনা বেত পাগারে, মনটি কর পরিষ্কার।।
যে হৈয়াছে পীরের চেলা, হৃদয়ে তার নামের মালা,
দমে দমে করে খেলা, নাইরে দিলের অহঙ্কার।।
পাষাণে ভাঙ্গিলে মাথা, মরিলে না হয়রে জেতা,
যে পাইয়াছে গুপ্ত কথা, দূর কৈরাছে অন্ধকার।।
পাপ হইল দেহের ব্যারাম, নাম জপিলে হয়রে আরাম,
আবদুল্লায় ভাণ্ডারীর গোলাম, বৈসা কাঁন্দে চকবাজার।।