সখি তরা প্রেম করিও না

সখি তরা প্রেম করিও নাপিরিত ভালো না ॥প্রেম করছে যে জন জানে সেই জনপিরিতেরও বেদনা ॥ প্রেম করে ভাসলো সাগরে অনেকে পাইলো না কুল,জগত জুড়ে বাজে শুনি পিরিতের কলঙ্কের ঢোল।দিতে গিয়ে প্রেমের মাশুল মান কুলমান থাকেনা ॥ পিরিত পিরিত সবাই বলে পিরিতি সামান্য নয়;কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয়।কাম হতে হয় প্রেমের উদয় প্রেম […]

সখি তরা প্রেম করিও না
পিরিত ভালো না ॥
প্রেম করছে যে জন জানে সেই জন
পিরিতেরও বেদনা ॥

প্রেম করে ভাসলো সাগরে অনেকে পাইলো না কুল,
জগত জুড়ে বাজে শুনি পিরিতের কলঙ্কের ঢোল।
দিতে গিয়ে প্রেমের মাশুল মান কুলমান থাকেনা ॥

পিরিত পিরিত সবাই বলে পিরিতি সামান্য নয়;
কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয়।
কাম হতে হয় প্রেমের উদয় প্রেম হইলে কাম থাকেনা ॥

প্রেমিকের প্রেম পরশে শুদ্ধ প্রেমের উদয়;
প্রেমিক যে জন সেই মহাজন না থাকে তাঁর লজ্জা ভয়।
বাউল আব্দুল করিমে কয়, অ-প্রেমিকে বুঝেনা ॥

লেখক : শাহ আবদুল করিম

সখি তরা প্রেম করিও না