সকলি ফুরাইয়ে গেল জীবন কেন গেলনা।
আসবে বলে আশা দিয়ে বন্ধু আমার আইলনা।
স্বপ্ন দিয়ে কান্ত গেল, দুঃখীনির তাড়না হইল ।
যৌবন ধন লুটিয়ে নিল জীবন কেন গেলনা।
মান গেল কুল গেল, অঙ্গের বসন গেল।
সোনার বরন যৌবন গেল, কান্ত আমার আইলনা।
বাগানের বাহার গেল, পুষ্পের সুগন্ধি গেল।
ফুল বিছানার ঠাট গেল দোস্ত আমার আইলনা।
কপালের সিঁদুর গেল, আগর চন্দন গেল ।
বসন্তের রীত গেল অলি আমার আইলনা।
কাঁদিতে নয়ন গেল, রজনী প্রভাত হ’ল ।
দাস হাদীর কাল গেল জীবন কেন গেলনা।