শুন ধন গাউছ বাবা

শুন ধন গাউছ বাবা আর কত কাঁদাইবা রে,নির্দোষীরে বিচ্ছেদবাণে আর কত বধিবা রে। একেত সরলা মন তাতে প্রেমের হুতাশন,বিচ্ছেদেরি পাঙ্খা হেলাই আর কত জ্বালাইবারে। শুনরে দয়ালু সার, তুমি বিনে নাইগো আর,দয়ালু হইয়ে কত অবলারে ভারাইবা রে। হীন দাস হাদী বলে গাউছ বাবার চরণ তলে,সরলারে প্রাণে বধি কি লাভ পাইবা রে। লেখক : আবদুল হাদী কাঞ্চনপুরী

শুন ধন গাউছ বাবা আর কত কাঁদাইবা রে,
নির্দোষীরে বিচ্ছেদবাণে আর কত বধিবা রে।

একেত সরলা মন তাতে প্রেমের হুতাশন,
বিচ্ছেদেরি পাঙ্খা হেলাই আর কত জ্বালাইবারে।

শুনরে দয়ালু সার, তুমি বিনে নাইগো আর,
দয়ালু হইয়ে কত অবলারে ভারাইবা রে।

হীন দাস হাদী বলে গাউছ বাবার চরণ তলে,
সরলারে প্রাণে বধি কি লাভ পাইবা রে।

লেখক : আবদুল হাদী কাঞ্চনপুরী

error:

শুন ধন গাউছ বাবা