শুন গুরু চিত্ত সই
জাগি উঠি কথা , চেতন হইয়া কথা কইলি না ॥
তোমায় কি নাম ধরি ডাকলে মাত গো
অ – আমির ধন ঐ নাম আমি জানলাম না ॥

কি দিয়ে জাগাইয়ুম তোরে,
জাগাইলে সে নিজে গো মরে,
মইল্যে ফুরায় মনের বাসনা ।
তুমি ঘোমটা খোল , কথা বল গো
অ – আমির ধন , চলে যাবে মনের বেদনা ॥

নামের মর্ম যেবা জানে
নিত্য ঘন ঘন টানে
শুনবিরে তুই নিজের কানে স্বয়ং জপনা ।
তুই আসল নামের তত্ত্ব পাইলে গো
অ – পাষাণ মন , এই জীবনে মরবি না ॥

কালা সোনার চরণ তলে
হীন আলী আহমদ বলে
কত ডাকা ডাকলাম তোরে,
আমার ডাকন শুনলি না ।
যেই দিন আমার ডাকন শুনবেগো
অ – আমির ধন , পুরাইবে মনের বাসনা ॥

লেখকঃ আলী আহম্মদ শাহ

শুন গুরু চিত্ত সই