শুনরে প্রেমিকগণ বলি বারে বার।
অজু বিনে না বসিও দরবারে আমার।।
আদব রাখিয়া পীরে ঝুকাইয়া নম্র শিরে।
ছোলতানী আসনে বস ধেয়ানে আল্লাহর।।
আউজু আর বিসমিল্লাহ্ পড়হো আস্তাগফিরুল্লাহ্।
দুরূদ পড়হো সবে গুণি সাত বার।।
মুদিয়ে যে দু’নো আঁখি মুর্শিদ কলবে রাখি।
খান্দানের পরে থাকি কর কারবার।।
ইল্লাল্লাহ্ বা ইল্লাহু বাম দুগ্ধ নীচে রূহ।
তারপরে মার ভাই শির আপনার।।
এ ছালাম দুরাচারে আর না বলিনু ডরে।
রাখহ মুর্শিদ ছবি পটের আকার।।