লা ইলাহা ইল্লাল্লাহু ঘটে সদা জপ মন

লা ইলাহা ইল্লাল্লাহু ঘটে সদা জপ মন । ভক্তি ভাবে দৃষ্টি কর দেখা যাবে নিরঞ্জন ।

লা ইলাহা ইল্লাল্লাহু ঘটে সদা জপ মন ।
ভক্তি ভাবে দৃষ্টি কর দেখা যাবে নিরঞ্জন ।

জ্বালাইয়ে জ্ঞানের বাত্তি জপরে মন দিবারাত্রি
কৌটি চন্দ্র জিনি জ্যোতি আলেক সাঁই ভূবন মোহন।।

তাহাকে দেখিবে যবে সকল জ্বালা জুড়াইবে
মন জুড়াবে প্রাণ জুড়াবে আর জুড়াবে দুই নয়ন।

বন্ধ করি নবদ্বারের রাখলে দেখা যাবে তারে,
রমেশ কয় মালকোটাতে বিরাজ করে গাউস ধন।।

লেখক : রমেশ শীল মাইজভান্ডারী

লা ইলাহা ইল্লাল্লাহু ঘটে সদা জপ মন