রূপের সীমা নাই ভাণ্ডারীর
গুণের সীমা নাই
কতজনে চাইয়া পাইল
দুই কূলের বাদশাই ॥
মৌলভি মাওলানা কত
উলা টাইটেল পাশ (ওরে)
বাতেনী ধন লইতে হল
তার চরণে দাস ॥
কখনো হাসিত বাবা
কখনো কান্দিত (ওরে)
কখনো ধ্যানে বসি
ত্রিভুবন দেখিত ৷
জাহেরা বাতেনী স্বরূপ
দেখতে গেল যারা (ওরে)
বহুজনে বহুরূপে
দেখিয়াছে তারা ॥
তার কাছে নাই মানিকের দাম
দুই চক্ষু যার কানা (ওরে)
মাইজভাণ্ডারীর নাম লইতে
কানায় করে মানা ॥
গফুর হালী মাওলার আশায়
জাহের দিল ছাড়ি (ওরে)
ধ্যানে বসিয়া জপে
ভাণ্ডারী ভাণ্ডারী ॥