যারি সনে মন বাঁন্ধা

যারি সনে মন বাঁন্ধা, তারে বিধাতায়ে মিলায়।মৃত্যুকালে পরকালে, তরে সঙ্গে সঙ্গ সে পায় ॥ পিরীত আছে অনেক্ মত, বুঝে হইয়ো অনুগত।যার চরিত্র যে মত, যে চরিত্র মুলে সে যায় ॥ মন সনে মন্‌ মিলিলে, দোহ চরিত্র এক হ’লে।দুই জন যায় এক মূলে, বন্ধু যার যায় যথায় ॥ ভালসনে ভাল মিলে, বুরা সঙ্গে বুরা চলে।ভাল বুরা […]

যারি সনে মন বাঁন্ধা, তারে বিধাতায়ে মিলায়।
মৃত্যুকালে পরকালে, তরে সঙ্গে সঙ্গ সে পায় ॥

পিরীত আছে অনেক্ মত, বুঝে হইয়ো অনুগত।
যার চরিত্র যে মত, যে চরিত্র মুলে সে যায় ॥

মন সনে মন্‌ মিলিলে, দোহ চরিত্র এক হ’লে।
দুই জন যায় এক মূলে, বন্ধু যার যায় যথায় ॥

ভালসনে ভাল মিলে, বুরা সঙ্গে বুরা চলে।
ভাল বুরা নাহি মিলে, কোরআনে লেখিছে তাহায় ॥

বুঝে চরিত কর পিরীত, যে যাবে তোমার সহিত।
মক্‌বুল স্বর্গে কি নরকে, যায় বন্ধের ভালবাসায় ॥

লেখক : আবদুল গণি কাঞ্চনপুরী

যারি সনে মন বাঁন্ধা