মুর্শিদ বাবাজান কাঙ্গালেরে চরণ কর দান,
চরণের ভিখারী গুরু ত্বরাইয়া লও নিদান।।
চাইর কুতুবের ঘরখানি ষোলজনে নিগাবান,
কুদরুতে বসতি করে পাক মাওলা ছোবহান।
জান শরিফ মসজিদ বন্দি আরফাতের ময়দান,
হুজুরী নামাজ পড়িলে আজাব নাইরে গোরস্থান।।
উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বন্দি জমিন আছমান,
চন্দ্র আর সুরুজ বন্দি পৃথিবীর শেষ সীমান।
পীর আউলিয়া গাউস বন্দি রসূল আল্লার দেওয়ান,
পলকে ত্বরাইয়া নিব যত ইতি মুরিদান।।
মাতা পিতার চরণ বন্দি ভবে হৈয়া পেরেশান,
যাদের কৃপা বিতরণে দুই কূলে হয় পরিত্রাণ।
সকলের চরণ বন্দি এই সভার বিদ্যমান,
রাজ সভাতে লজ্জা পাইলে ডুইবা মরা এক সমান।।
মুর্শিদের কালামে হৈল মারফতের বাংলা গান,
মর্ম জাইনে কর্ম কর পীরের কাছে বেদ বিধান।
লক্ষ কোটি সেলাম বন্দি অধীনে করি বয়ান,
ভাণ্ডারীর চরণ তলে আবদুল্লার জান খান্দান।।