মুর্শিদ ধনহে কেমনে চিনিব তোমারে

মুর্শিদ ধনহে কেমনে চিনিব তোমারেদেখা দেওনা কাছে নেওনা, আর কত থাকি দূরেকেমনে চিনিব তোমারে ॥ মায়া জালে বন্দি হয়ে আর কত কাল থাকিবমনে লয় সব ছাড়িয়া তোমারে খুঁজে নিবআশা করি আলো পাব, ডুবে যাই অন্ধকারে ॥ তন্ত্র-মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাইশাস্ত্র-গ্রন্থ পড়ি যত আরও দূরে সরে যাইকোন সাগরে খেলতেছ লাই, ভাবতেছি তাই অন্তরে […]

মুর্শিদ ধনহে কেমনে চিনিব তোমারে
দেখা দেওনা কাছে নেওনা, আর কত থাকি দূরে
কেমনে চিনিব তোমারে ॥

মায়া জালে বন্দি হয়ে আর কত কাল থাকিব
মনে লয় সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব
আশা করি আলো পাব, ডুবে যাই অন্ধকারে ॥

তন্ত্র-মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই
শাস্ত্র-গ্রন্থ পড়ি যত আরও দূরে সরে যাই
কোন সাগরে খেলতেছ লাই, ভাবতেছি তাই অন্তরে ॥

বাউল আব্দুল করিম বলে দয়া কর আমারে
নত শিরে করজোড়ে বলি তোমার দরবারে
ভক্তের অধীন হও চিরদিন, থাক ভক্তের অন্তরে ॥

লেখক : শাহ আবদুল করিম

মুর্শিদ ধনহে কেমনে চিনিব তোমারে