মুর্শিদ আইও রে হৃদের মাজারে
হৃদ আসনে বসাইয়া চাহিতাম তোমারে ॥

ও মুর্শিদ ও- দুনিয়া বেবুঝার বাসা
চাইলাম জগৎ ঘুরি (২)
তুমি আমার আউয়াল আখের
নিদানের কাণ্ডারি ॥

ও মুর্শিদ ও-দুঃখ সুখের কথা কইতাম
তোমার কাছে যাইয়া রে (২)
অসময়ে গেলা ছাড়ি
সাগরে ভাসাইয়া ॥

ও মুর্শিদ ও-মনে কহে ঘর ছাড়িয়া
বৈরাগী হইতাম রে (২)
কোন বনে লুকাইয়া আছ
তালাশি চাইতাম রে ॥

রচয়িতাঃ আবদুল গফুর হালী

মুর্শিদ আইও রে হৃদের মাজারে