মুরশিদও নিদানের বন্ধু রে
এই দাসে রে কবুল করলানি ॥
তোমার কৃপা পাবার আশে ঘুরি দিন যামিনী
তুমি আমার খোদা রাছুল দিল ঈমানে জানি ॥
অদেখা রাছুলের আশেক ছিল ওয়াজকরনি
আমি দেখে আশেক হতে নারি বিনে তোমার মেহেরবানী॥
সারা দুনিয়ায় তোমার নামের ঢঙ্কা শুনি
পাক কালামে হুয়াল জাহের তুমি বলে মানি॥
খোদার আশেক নবি তুমি নবির আশেক জানি
তোমার আশেক করলে মোরে কি কমে কও শুনি॥
রমেশ জাঙ্গারী লোহা তুমি পরশ মণি॥
কদমে পরশ কর নয় কর কোরবানী॥