মাওলা আমি চাহি তোমারে, মাওলা আমি চাহি তোমারে।
তুমি বিনা কেবা দয়া করবে দাসেরে।।
এ দাস নাদান,
তব জন্য হারাইয়াছি জাতি কুলমান।
ইষ্ট মিত্র সবে দেখ রুষিতেছে আমারে।।
গেল মোর আলেমানা শান,
যবে প্রিয়া তোমা প্রেমে হৈয়াছি মস্তান।
তুমি না বুঝিলে দুঃখ কে বুঝবে আর সংসারে।।
প্রিয়া তুমি আউয়াল আখের,
এবতেদা এন্তেহা তুমি বাতেন জাহের।
তুমি যে ছালাম কর্তা চিনিয়াছি তোমারে।।