মাইজভান্ডারে প্রেম বাগানে ফুটল

মাইজভাণ্ডারে প্রেম বাগানে ফুটল প্রেমের ফুল।সে ফুলেরি মধু পানে প্রাণ ভ্রমর আকুল।।ঝাঁকে ঝাঁকে উড়ে পরে আশেক অলি কুল।। দুনিয়ার উপরে নাই এফুলের সমতুল,এ ফুলের খেদমতে মিলে খোদা আর রাসূল ।। সুগন্ধে মন মোহ করে মদিনাতে মূল,রমেশ কয় এ ফুলেতে মিলে অকুলেতে কুল ।। লেখকঃ কবিয়াল রমেশ শীল

মাইজভাণ্ডারে প্রেম বাগানে ফুটল প্রেমের ফুল।
সে ফুলেরি মধু পানে প্রাণ ভ্রমর আকুল।।
ঝাঁকে ঝাঁকে উড়ে পরে আশেক অলি কুল।।

দুনিয়ার উপরে নাই এফুলের সমতুল,
এ ফুলের খেদমতে মিলে খোদা আর রাসূল ।।

সুগন্ধে মন মোহ করে মদিনাতে মূল,
রমেশ কয় এ ফুলেতে মিলে অকুলেতে কুল ।।

লেখকঃ কবিয়াল রমেশ শীল

মাইজভান্ডারে প্রেম বাগানে ফুটল