ওরে মাইজভাণ্ডারে কী ধন আছে
চামড়ার চোখে দেখবি না
পেঁছারও নয়ন আছে দিনে দেখে না ৷৷

খাঁটি সোনা বানিয়া চিনে
বেবুঝায় মানিক পাইলে মূল্য কি জানে
অন্ধ কি তার সুরত দেখে সামনে ধরিলে আয়না ৷৷

মৃগনাভি হয়রে কস্তুরী
দৌড়াদৌড়ি করে হরিণ সুগন্ধি ধরি
ও তার নিজের গায়ে সেই খুশবু বোকা হরিণ জানে না ৷৷

লেখক : আব্দুল গফুর হালী

মাইজভাণ্ডারে কী ধন আছে