মাইজভাণ্ডারীর পরশমণি পরশ

মাইজভাণ্ডারীর পরশমণি পরশ করলে আয়। যত রঙ দস্তা তামা সীসা সোনা হয়ে যায়।। মাওলা ধনের চরণখানি, নূরের খনি পরশমণি, ছুইতে পারলে একটুখানি জন্মের কাজ ফুরায়।। সোনা হতে যার বাসনা, থাক বা না থাক উপাসনা, পরশ মাত্র হবে সোনা, মাওলাজির কৃপায়।। সেই পরশের পরশ পেয়ে কত গেল সোনা হয়ে, যত যাঙ্গার ধরা আয়রে ধেয়ে, কে আছিস […]

মাইজভাণ্ডারীর পরশমণি পরশ করলে আয়।
যত রঙ দস্তা তামা সীসা সোনা হয়ে যায়।।

মাওলা ধনের চরণখানি,
নূরের খনি পরশমণি,
ছুইতে পারলে একটুখানি জন্মের কাজ ফুরায়।।

সোনা হতে যার বাসনা,
থাক বা না থাক উপাসনা,
পরশ মাত্র হবে সোনা, মাওলাজির কৃপায়।।

সেই পরশের পরশ পেয়ে
কত গেল সোনা হয়ে,
যত যাঙ্গার ধরা আয়রে ধেয়ে, কে আছিস কোথায়।।

রমেশ বলে পরশিতে,
হল না তা আমা হতে,
কলঙ্কের ঢোল শেষ কালেতে লয়েছি গলায়।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

মাইজভাণ্ডারীর পরশমণি পরশ