মন তুই বুঝবি মরণ কালে
যেই সুতা কাটিলি ভবে সব গেল তোর তালেমালে ॥
আত্মা সাধন না করিলি বা-ঝি মায়ার জালে
সমন আইলে বলবি কি আর, হাত মারিবি নিজ কপালে ॥
কঠিনের প্রাণ হরে প্রভু, আসি যমের ছলে
আশেকগণের প্রাণ হরিবে, যেন বাচা মায়ের কোলে ॥
যম যাতনা সহ্য হবে জ্বলি পাকা হইলে
কাঁচাতনের প্রাণ হরিবে, কেবল পানি পানি বলে ॥
আমির ধনের চরণ তলে, আলী আহমদ বলে
আমরা দাসের প্রাণ ত্যাজিব, শাহ আমিরের কদমতলে ॥