মন আমার বলিগো তোরে, মন আমার বলিগো তোরে।
নিজ বাড়ি ছেড়ে কিসে, মরিছ ঘুইরেরে।।
কাঞ্চনপুর বন মাঝে, আসিলি তুই কিসের কাজে।
ছাড়ি কিসে নিজ রাজপুরীরে।।
ভাইবন্ধু নাই এথা, দৈত্যগণ যথা তথা।
বাঘ ভালুকে হামলা করি মারিব তোরেরে।।
খাজা খিজির মাইজভাণ্ডারী, ধর তাঁরে বন বিচারি।
সেই তোমা করিবে উদ্ধাররে।।
শত্রু বন পুঁড়ি যাবে, ভয় কারো না রহিবে।
দৈত্যগণ সব তোর যাইবে মৈরেরে।।
মকবুল অধীনে বলে, যদি সেই ধন মিলে।
খণ্ডি যাব বন তিলিস্মাতরে।।
হইবি তুই পরিষ্কার, ঘুচিবে তোর অন্ধকার।
পুনঃ যাবি নিজ রাজপুরীরে।।