মনে ন-লয় আঁর বাড়ি ঘর,
সদায় দিলে দাগ লাগালি রং মালা সুন্দর।
রঙ্গেতে পিরীতি করি ফেলাই গেল গৈ একাশ্বর।।
রং মালার বসত বাড়ি নল ঘোরার মাঝে,
না চিনি না শুনি আমি যাইয়্যুম কোন ওজে।
আগে জাইনতাম কথা কইতাম ছাড়ি নৈদ্যায় আশেক মোর।।
বিধি বিমতি রে আমার,
পাড়া-পড়শি শত্রু করি মোরে দিল কুযুক্তি।
কথা ধরি প্রাণে মারি, মোরে কৈল্লা দেশান্তর।।
কহে হীন খাইরুজ্জামা দেশে নাই মানুষ,
ন-বুঝিলে নারীর মান্য, তারা কি পুরুষ।
পুরুষ হইতো নারী চিন্তো, বাড়ি বাইন্তো প্রেম নগর।।