মজেছি তোমারি প্রেমে স্বর্গ সুখ চাহিনা ।
কি করিব স্বর্গ সুখে তোর ভাবেতে দিওয়ানা
বালাখানা হুর দলে, চাহিবনা আঁখি তুলে ।
তোমার দামান তলে দাসগণের ঠিকানা (ঐ)
হাশরের ময়দানেতে , দপ্তর লইয়া হাতে ।
নাচিব গজল পরে তোর ভাবেতে মস্তানা (ঐ)
প্রেম মিশামিশি খেলা ,খেলিব হাশর বেলা ।
তোমার শামাতে হাদী ঝাম্প দিব পরওয়ানা (ঐ)