ভাণ্ডারে ভাণ্ডারীর খেলা দেখবি যদি আয়
( আমিরভাণ্ডারী সেমা মাহফিলে পঠিত মাইজভাণ্ডারী কালাম )
ভাণ্ডারে ভাণ্ডারীর খেলা দেখবি যদি আয়
আজব শানে খেলে আমার আমির মাওলানায় ।
ভাণ্ডারে ভাণ্ডারীর খেলা দেখবি যদি আয় ॥
যে দেখেছে বাবার খেলা
ঘুছে যায় দুনিয়ার জ্বালা
মুর্দা ক্বলব জিন্দা করে নুরের তজল্লায় ॥
এক নজরে হেরে যারে
দিলের পর্দা যায় তার ছিড়ে
ইলমে লদুন জারী করে চোখের ইশারায় ॥
ক্ষণে থাকে আসমানেতে
ক্ষণে থাকে জমিনেতে
হারদমেতে ছায়ের করে আলম আরােয়ায় ॥
মওলা যারে দয়া করে
অমূল্য ধন দিতে পারে
আউলিয়া বানাইতে পারে আমির মাওলানায় ॥
রমেশ বলে মন ভেবে
ভাব দেখি তা মনে জাগে
তেরশ বছর আগে ছিলেন মদিনায় ॥