ভরসা তোমার আমির ধন

  আমির ধন ভরসা তোমারতুমি বিনে দীন হীনের বন্ধু নাহি আর অগ্নি বিনে জ্বালা করজল বিনে নিবাইতে পারযাহা ইচ্ছা তাহা কর , মরজি আপনার মায়ের পেটে ছিলাম আমিএই অঙ্গ বাড়াইলা তুমিমায়ের দুধ খাওয়াই তুমি পালাইলা সংসার জমিন বিনে শস্য যেনআওরত বিনে সন্তান যেনমুরশিদ বিনে খোদা পাইবার সাধ্য আছে কার আমির ধনের চরণ তলেশাহ সোলায়মান বলেইহকালে […]

 

আমির ধন ভরসা তোমার
তুমি বিনে দীন হীনের বন্ধু নাহি আর

অগ্নি বিনে জ্বালা কর
জল বিনে নিবাইতে পার
যাহা ইচ্ছা তাহা কর , মরজি আপনার

মায়ের পেটে ছিলাম আমি
এই অঙ্গ বাড়াইলা তুমি
মায়ের দুধ খাওয়াই তুমি পালাইলা সংসার

জমিন বিনে শস্য যেন
আওরত বিনে সন্তান যেন
মুরশিদ বিনে খোদা পাইবার সাধ্য আছে কার

আমির ধনের চরণ তলে
শাহ সোলায়মান বলে
ইহকালে পরকালে করিবা উদ্ধার ॥

 

রচয়িতা:
জানে আমির হযরত সোলায়মান শাহ (ক)

 

ভরসা তোমার আমির ধন