ভক্তের আশা পূর্ণ কর শাহ আমির ছোবহানী
তোর কদমে যার নাম লেখা তারে দিলা রাজধানী ॥

শাহ আমির ছোবহানীরে গাউসুল আযম রব্বানী
ভক্তের আশা পূর্ণ কর শাহ আমির ছোবহানী ॥

তোমার নূরের রওশন দিয়া-ত্ৰিজগত সাজাইয়া
আশেকগণের মন হরিলা দেখাই চরণ নূরানী ॥

তোমার প্রেমের প্রেমিক যারা-তারা হইল আত্মহারা
কুল ধর্ম ত্যাগ করি ছাড়িয়া দিল রাজধানী ॥

কালা সোনার চরণতলে-অধীন গোলামে বলে
এক পলকে পার করাবে আমার বাবা হক্কানী ॥

ভক্তের আশা পূর্ণ কর