আমার বেঁচে কি ফল এ জীবনে
প্রাণ বন্ধুরে দেখা এনে।
আমার অন্তরে বাহিরে জ্বালা প্রাণ বন্ধুর অদর্শনে।
এ সুখ বসন্তকালে, ভ্রমর ফিরে ফুল ডালে গো
গুন গুন শব্দ শুনি ফুল বনে,
কোকিলের কুহু কুহ, উহু কী জ্বালা প্রাণে।।
আমি সর্বহারা যাহার লাগি, সেই করে কলঙ্কের ভাগি গো,
কুল মজালেম না জেনে না শুনে,
পলটিতে নারি আঁখি, নয়ন দিয়ে রূপের পানে।।
সে যদি দরদি হত, দরদ বুঝে দেখা দিতে গো
জ্বলতেম না বিরহ আগুনে
রমেশ কয় আমার যে ব্যথা, সেই ব্যথা মোর বন্ধু জানে।।