বুঝে কে বিধির বাহানা, জানে কে প্রভুর ছলনা।
বুঝিবারে সাধ্য কি কুদ্রতী খেলনা।।
নিরাকার আঁকার সনে, প্রেম বাঞ্ছাধারি মনে।
প্রেম রসে বশ হৈয়ে লীলা ছলনা।।
খেলিবারে প্রেম খেলা, প্রকাশি নানান লীলা।
নররূপে পাঠাইলা বাবা মাওলানা।।
মাওলানা মাওলানা নয়, আল-ইনসান ছিররি কয়।
তেকারণে কেহ তাঁনে ভবে চিনে না।।
যদি চাহ প্রভু চিন, তাঁনে না ভাবিও ভিন।
বাবাজী মাওলানা ভবে মাওলার আয়না।।
ইঙ্গিতে বলিলে কথা, মরমে রাখিও ব্যথা।
মূঢ়ে কি বুঝে মকবুল প্রেম সাধনা।।