বাবাজি মওলানার রূপ

বাবাজি মওলানার রূপ-সদায়মনে রাখনাকুদরতের কারবারে আছেনবাবা মওলানা। রূপ দেখি কত রসিকহইয়াছেন দিওয়ানাচরণেতে চল যাই, করিতাম ভজনা ।। ক্ষেণে থাকে জজ্‌বা হালেক্ষেণে থাকে সরলে ।ক্ষেণেতে লুকিত হইয়াছায়ের করে মদিনা ।। বড় পীরের রূপ ধরিদেখা দিল মাইজভাণ্ডারীসেই রূপ দেখি দাস গণেকরি লও সাধনা ।।

বাবাজি মওলানার রূপ-সদায়
মনে রাখনা
কুদরতের কারবারে আছেন
বাবা মওলানা।

রূপ দেখি কত রসিক
হইয়াছেন দিওয়ানা
চরণেতে চল যাই, করিতাম ভজনা ।।

ক্ষেণে থাকে জজ্‌বা হালে
ক্ষেণে থাকে সরলে ।
ক্ষেণেতে লুকিত হইয়া
ছায়ের করে মদিনা ।।

বড় পীরের রূপ ধরি
দেখা দিল মাইজভাণ্ডারী
সেই রূপ দেখি দাস গণে
করি লও সাধনা ।।

বাবাজি মওলানার রূপ