বাবাজি মওলানার রূপ-সদায়
মনে রাখনা
কুদরতের কারবারে আছেন
বাবা মওলানা।
রূপ দেখি কত রসিক
হইয়াছেন দিওয়ানা
চরণেতে চল যাই, করিতাম ভজনা ।।
ক্ষেণে থাকে জজ্বা হালে
ক্ষেণে থাকে সরলে ।
ক্ষেণেতে লুকিত হইয়া
ছায়ের করে মদিনা ।।
বড় পীরের রূপ ধরি
দেখা দিল মাইজভাণ্ডারী
সেই রূপ দেখি দাস গণে
করি লও সাধনা ।।