বাজাও বাজাও সবে আনন্দেরি ঢোল।
মাইজভাণ্ডার ফুল বাগানে ফুটছে নূরী ফুল ॥
হেলয়ে দোলয়ে ফুল নূরের হাওয়ায়।
সু-সৌরভে অলি কুল, হৈল ব্যাকুল ॥
মধু ভেসে যায় সে ফুলে, মধু ভেসে যায়।
সেই মধু পানে মিলে আল্লা ও রসূল ॥
সেই ফুলের মধু পানে, কামেল হৈবি ঈমানে।
সেই ফুলের মধু জান ঈমানের মূল ॥
সেই ফুলের মধু পানে, ত্বরিবে সঙ্কট স্থানে।
আর হইবে দু’জাহানে মাহবুব মকবুল ॥