বাজল আমার হৃদয় বীণা গাউছুল মাইজভাণ্ডার,
তিনতারে এক শব্দ করে গাউছুল মাইজভাণ্ডার।
হৃদয়ে যে বাজে বীণা,
কে বাজায় ভাণ্ডারী বীণা,
দিবানিশি বাজে বীণা, গাউছুল মাইজভাণ্ডার।।
বাজে বীণা সপ্তস্বরে,
আওলিয়া আম্বিয়া স্বরে,
সমস্বরে সবে স্মরে গাউছুল মাইজভাণ্ডার।।
রমেশেরী মনের বীণা,
সদাই বাজে বাজান বীণা
বিনা তারে বাজে বীণা, গাউছুল মাইজভাণ্ডার।।