বলতে কেন নয়ন ঝড়েনা,
তাই বুঝি কি দয়াল মুর্শিদ দেখা দিলেনা ॥
তোমারই খাই তোমার পরি,
তোমার ঘর তোমার বাড়ি।
তোমার দেশে ঘুরি ফিরে, তোমায় চিনলাম না ॥
হয়ে তোমার প্রেমাগত,
কে আছে তোমার মত।
আমি তোমার মনের মত, হতে পারলাম না ॥
আমি কেঁদে আকুল হালে,
এমনি এসে লওনা তুলে।
মায়ার মত মায়া ঢেলে, কর সান্ত্বনা ॥