বন্ধু মোর চিকন কারিগর

বন্ধু মোর চিকন কারিগর, বন্ধু মোর চিকন কারিগর।চারি চিজে বান্ধিয়াছে দশ দুয়ারী ঘর।। দুই স্তম্ভ করি টঙ্গী, রং দিয়াছে নানা রঙ্গি।সাদা কালা জরদ লাল, দেখতে মনোহর।। এক স্থান তার বিচে, নিজ আসন নির্মিয়াছে।প্রাণ বাতি দিয়া তথায় কইরাছে পসর।। ওহে ছালাম বলি তোরে, চিন সেই কার ঘরে।সহসা চিনিতে নারে, সে যে প্রাণেশ্বর।। লেখক : আবদুস সালাম […]

বন্ধু মোর চিকন কারিগর, বন্ধু মোর চিকন কারিগর।
চারি চিজে বান্ধিয়াছে দশ দুয়ারী ঘর।।

দুই স্তম্ভ করি টঙ্গী, রং দিয়াছে নানা রঙ্গি।
সাদা কালা জরদ লাল, দেখতে মনোহর।।

এক স্থান তার বিচে, নিজ আসন নির্মিয়াছে।
প্রাণ বাতি দিয়া তথায় কইরাছে পসর।।

ওহে ছালাম বলি তোরে, চিন সেই কার ঘরে।
সহসা চিনিতে নারে, সে যে প্রাণেশ্বর।।

লেখক : আবদুস সালাম ভূজপুরী

বন্ধু মোর চিকন কারিগর