বন্দেগী জানিনা বলে বন্দা কি গো বলবে না।
ডাকিতে জানিনা বলে, সাড়া কি গো দেবেনা।।
জানিনা বলে বাবাধন,
তোমার প্রেমের সাধন ভজন।
নই বলে তোর মনের মতন কোলে কি গো নেবেনা।।
অকাজা অবোধ বলে,
ফেলবে কি পায়ে ঠেলে?
সন্তান নিষ্কর্মা হলে বাবায় কি গো দেখেনা।।
তোমার প্রেমের রীতি-নীতি,
জানিনা বলে মিনতি।
তুমি দূরে থেকে থেকে ধরা কি দেবেনা।।
সফি তোমার অন্ধ ছেলে,
কিছুই জানিনা বলে।
বাবা যদি নিদয় হবে আপন তো আর দেখিনা।।
লেখক : সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী