প্রেম রাখতেগো পারলাম না

আমার প্রেম রাখতেগো পারলাম নাছোলতানের অন্তরের প্রেম ডাকিলে সে ডাকে না। দিলের প্যাটরা ভরি, প্রেম রাখিলাম যত্ন করি।প্রেমেতে তরঙ্গ পড়ে আমার নয়ন হল ঝরনা। বলিব কি প্রেম ছল, কত রঙ্গ দেখাইল।দেশে দেশে ভ্ৰমাইয়ে প্রেমে কোইল্ল দিওয়ানা। দাস হাদীর কন্দিলে, ছোলতানের প্রেমানলে।জ্বালাইয়ে প্রদীপ প্রেমে মোরে কোইল্ল পরওয়ানা। রচয়িতাঃ আবদুল হাদী কাঞ্ছনপুরী

আমার প্রেম রাখতেগো পারলাম না
ছোলতানের অন্তরের প্রেম ডাকিলে সে ডাকে না।

দিলের প্যাটরা ভরি, প্রেম রাখিলাম যত্ন করি।
প্রেমেতে তরঙ্গ পড়ে আমার নয়ন হল ঝরনা।

বলিব কি প্রেম ছল, কত রঙ্গ দেখাইল।
দেশে দেশে ভ্ৰমাইয়ে প্রেমে কোইল্ল দিওয়ানা।

দাস হাদীর কন্দিলে, ছোলতানের প্রেমানলে।
জ্বালাইয়ে প্রদীপ প্রেমে মোরে কোইল্ল পরওয়ানা।

রচয়িতাঃ আবদুল হাদী কাঞ্ছনপুরী

প্রেম রাখতেগো পারলাম না