প্রিয়ে তোমায় দেখিবারে

প্রিয়ে তোমায় দেখিবারে নয়ন কান্দয় ।কেন নিদারূন আঁখি দেখি না দেখয় ।। তুমি যে সকল ধামে,সভানে খুন লোমে।তবু কেন বন্ধু তোমে আঁখি না দেখয়।। আঁখি তোর ভ্রম এই,সর্বস্থানে আছে সেই।দেখ দেখ দেখ আঁখি ছালাম হৃদয়।। লেখক : আবদুস সালাম ভূজপুরী

প্রিয়ে তোমায় দেখিবারে নয়ন কান্দয় ।
কেন নিদারূন আঁখি দেখি না দেখয় ।।

তুমি যে সকল ধামে,
সভানে খুন লোমে।
তবু কেন বন্ধু তোমে আঁখি না দেখয়।।

আঁখি তোর ভ্রম এই,
সর্বস্থানে আছে সেই।
দেখ দেখ দেখ আঁখি ছালাম হৃদয়।।

লেখক : আবদুস সালাম ভূজপুরী

প্রিয়ে তোমায় দেখিবারে