প্রিয়া বিনে দোষে দোষী করি কাঁদাইলেন আমায়,
ক্ষমা কর অপরাধ পড়ি তোমার পায়।
হারাইয়ে সুখ প্রাণ হৃদে তোমায় দিলাম স্থান,
এই দোষে বুঝি প্রিয়ে রুষিলেন আমায়।
না জানিলাম প্রেমরীত হিতে হৈল বিপরীত,
ভালবাসায় যৌবন দিয়ে মরলেম তাড়নায়।
যমুনাতে দিলে ঝাপ খণ্ডিবেনা মনস্তাপ,
খাকেতে মিশাই দেও মরি তোমার পায়।
দাস হাদীর নিবেদন, শুন প্রিয়ে গাউছ ধন,
যৌবন দানে সুখী কর প্রেম মমতায়।