পিরিতি তৈয়ব গাছের ফুল,
সৌরভ সুগন্ধ কত, ভ্রমর ব্যাকুল।।
সেই যে প্রেমেতে পইরে, কান্দে কত হু হু কৈরে।
আমি হারাইতেছি দেখ জাতি মান কুল।।
সে এমন তরুবর, আর্শ পরে ডালি তার।
পাতাল ছেঁদিয়ে গেছে সেই বৃক্ষের মূল।।
সেই পুষ্পে মোহিনী আছে, জ্ঞানীগণে হারাই নাচে।
দেখ এই ছালাম দাসে হইয়েছি আকুল।।