পিরিতির এত জ্বালাতন
কাঁদতে কাঁদতে জনম গেল জিয়ন্তে মরণ

আশা করে পিরিত করে, শেষে জ্বলে পুড়ে মরে
নগরে বাজারে ফিরে পাগলের মতন ।।

ও তার দীর্ঘ শ্বাস দুচিন্তা ভারী, কি বলে সে বুঝতে নারি,
দুনয়নে বহে বারি বরষা যেমন ।।

সুজন সনে পিরিত হলে, টলে না তা কোন কালে
সোহাগেতে সোনা গলে যাবত জীবন ।।

প্রেমের বিষে যারে ধরে, ক’বার বাঁচে ক’বার মরে
রমেশ কয় উচ্চঃস্বরে এই পিরিতির লক্ষণ ।।

রচয়িতা রমেশ শীল মাইজভান্ডারী

পিরিতির এত জ্বালাতন