গাউসুল আযম মাইজভাণ্ডারী নূরছে আজব খেলে ।
নূরছে আপনা বদন বানায়া নূরছে রোশনী জ্বলে।।
নূরকা হাওয়া নূরকা পানি সবচিজ নূরছে মিলে।
নূরকা পালং মে নূরকা গালিচা নূরকা চাঁদোয়া তলে ।।
মক্কা মদিনা বৃন্দাবন হায় গুমনেছে কেয়া ফলে।
নূরে নবী নূরে খোদা ভাণ্ডারমে সব মিলে ।।