না জানি কি গুণ আছে চরণে তোমার ,
যত দেখি তত সাধ দেখিতে আবার ॥
বেভোলা মন হারা হই, চরণে তাকিয়ে রই ,
আঁখিতে পলক ঠার নাহিগো আমার ॥
পায়ের গিরাতে তোর, দেখিলাম ছুরত মোর ,
ঝল-মল করে সদা নূরের মাঝার ॥
নাখুনের কিরণে নূর, নয়নে বাড়িল মোর ,
অরুণ কিরণে যেন চন্দ্রিমা প্রচার ॥
দাস হাদীর জীবন, ফেদা হইল তোর চরণ ,
তবে সে মিটিবে সাধ মনেরি আমার ॥